খালেদা জিয়ার জম্মদিনে কাশিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের দোয়া

124

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কাশিপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

শনিবার  (১৬ আগস্ট) বাদ এশা পশ্চিম দেওভোগ বাংলা  বাজার।

৭নং ওয়ার্ড লিটাল স্টারস,একাডেমি স্কুল মাঠে,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের,সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। এসময় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলমের, সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু দোয়া কামনা  করা হয়।

বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, নারায়ণগঞ্জের একজন সাধারণ খেটে খাওয়া মানুষের আস্থাভাজন আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম,সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফতুল্লা দেয়ালজুড়ে ছড়িয়ে পড়ছে একটাই বার্তা- জনতার পাশে থাকা এ মানুষটিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে দেখতে চায় ফতুল্লা এলাকাবাসী।একজন দক্ষ , দানবীর ও সমাজসেবক। প্রয়োজনের সময় যাকে পাবেন সাধারণ মানুষ।

কাশিপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের, উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন

,ফতুলা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরাফাত আলম জিতু ,ফতুল্লা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি ফরিদ আহমেদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বীর মোহাম্মদ আলী, ফতুল্লা ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম ফকির, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর,  ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলাল মাদবর,কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিরুল ইসলাম আমিনুল,নারায়ণগঞ্জ জেলা জাসাদ এর সহ-সভাপতি মো: রিপন দপ্তরি, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক, মো:আরিফুল ইসলাম টিটু ঢালী, নারায়ণগঞ্জ ফতুল্লা থানা জিসাদের সাধারণ সম্পাদক মো: আনিস, যুবদল নেতা বাপ্পি, যুবদল নেতা ফারুক, ছাত্রদল নেতা শাকিল,ও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী নেত্রীবৃন্দরা।