নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:
ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম এ সাত্তার।
শুক্রবার বিকেলে ইউনিয়নের উজির আলী উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন কমিটির সকল কাউন্সিলর ও ডেলিগেটরদের উপস্থিতিতে এ সভাপতি-সম্পাদক নির্বাচিত করা হয়।
এর আগে, ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রূপচান শিকদার সভাপতি পদে আইয়ুব আলীর নাম এবং ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বশির উদ্দিন সাধারণ সম্পাদক পদে এম এ সাত্তারের নাম প্রস্তাব করেন। পরবর্তীতে দুটি পদেই আর কোনো প্রার্থী না থাকায় সভাপতি-সম্পাদক হিসাবে তাদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই।