একজনই পাবে মনোনয়ন, তাহলে কেনো এই বিভক্তি?

177
দল একজনকেই দেবে মনোনয়ন, তবে কেনো এই বিভক্তি?

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

ফতুল্লায় বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে দ্রুত পাল্টে যাবে রাজনীতির চিত্র। হারানো শক্তি ফিরে পাবে বিএনপি। কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে পারবেন কিনা সেই প্রশ্ন রয়েছে। কেননা ফতুল্লার বিএনপি নেতারা এখন সাবেক এমপি গিয়াস উদ্দিনপন্থী এবং বিএনপি থেকে পদত্যাগী নেতা শাহআলমপন্থী হিসাবে দুই ভাগে বিভক্ত। ফলে থানা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিবও দুই ভাগে বিভক্ত।

আহবায়ক জাহিদ হাসান রোজেল রয়েছেন শাহ আলমের পাশে আর সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু রয়েছেন সাবেক এমপি গিয়াস উদ্দিনের পাশে। এরই মাঝে তারা দুই ভাগ হয়ে দলীয় কর্মসূচিও পালন করতে শুরু করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুই ভাগে বিভক্ত ফতুল্লা থানা বিএনপি একই দিনে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন।

এক মিছিলে নেতৃত্ব দিয়েছেন জাহিদ হাসান রোজেল এবং অপর মিছিলের নেতৃত্ব দিয়েছেন শহীদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং রুহুল আমিন। দুটি মিছিলেই জনতার ঢল নেমেছিলো। ফলে মিছিল দুটি সকলের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিল দুটির ভিডিও ভাইরাল হয়েছে।

তাই নেতাকর্মীদের অনেকে মনে করেন, ফতুল্লায় বিএনপি যদি দুই ভাগে বিভক্ত না হতো তাহলে পরিস্থিতি আরো ভিন্ন হতো। দুটি মিছিলে যারা অংশগ্রহন করেছেন তারা যদি এক সাথে মিছিল করতেন তাহলে আরো অনেক বেশি শক্তিশালী হতো বিএনপি।

এদিকে ফতুল্লার মাঠ পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা মনে করেন, দলের স্বার্থে সকল প্রকারের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সকলের মাঠে নামা উচিৎ। কারন তারা সকলেই বিএনপি করেন। দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েইতো তারা মাঠে নামবেন।

এছাড়া সরকার গত চৌদ্দ বছরে লুটপাট চালিয়ে দেশকে যেখানে নিয়ে গেছে তাতে দেশের মানুষ এখন সীমাহীন কষ্টের মাঝে রয়েছে। তাই বিএনপির সমাবেশে এখন সাধারন মানুষ সম্পৃক্ত হচ্ছে। হাজার হাজার মানুষ মাঠে নামছেন। তাই এখনই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উচিৎ ঐক্যবদ্ধভাবে মাঠে নামা। কারন দল একজনকেই মনোনয়ন দেবে।