মেয়র আইভীকে নিয়ে সাইট পরিদর্শন করলো জাপানের প্রতিনিধি দল...

আবার পূরোদমে নাসিকের উন্নয়ন শুরু করছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা

185

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

জাপানের দাতা সংস্থা জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় উন্নয়ন প্রকল্পের স্থগিত কাজগুলো অচিরেই নতুন করে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সহ জাপান সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড ও আড়াইহাজার উপজেলায় নির্মাণাধীন জাপান ইকোনোমিক জোন প্রকল্প পরিদর্শন করেছেন এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতসহ জাপান সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে মতবিনিয়কালে এ বিষয়টি নিশ্চিত করেন।

মহামারি করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া উন্নয়ন প্রকল্পের কাজগুলো পুনরায় শুরু করে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা বরাবরের মতো অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রতিনিধি দলটির প্রধান ও জাপান সরকারের সংসদ সদস্য নাকানিশি ইউসুকি। প্রতিটি উন্নয়ন কাজের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করার ব্যাপারেও তাগিদ দেন তিনি।

এসময় আট সদস্যের এ প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন জাপানের আরও দুই সংসদ সদস্য ইমাই ইরোকি, মিউরা নবুহিরো ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
নগর ভবনে অনুষ্ঠিত মতবিনিময় শেষে নারাায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি সাংবাদিকদের জানান, জাইকার অর্থায়নের সিদ্ধিরগঞ্জে ডিএনডি খালের সৌন্দর্যবর্ধন প্রকল্প পরিদর্শন করে জাপান সরকারের প্রতিনিধি দলটি সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে জাপানের নারিতা সিটি করপোরেশনের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সে বিষয়েও তারা খোঁজখবর নেন। ভবিষতে বাংলাদেশে উন্নয়নে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরও উন্নতিসহ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন তারা।

পরে জাপানের প্রতিনিধি দল সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড ও আড়াইহাজার উপজেলায় নির্মাণাধীন জাপান ইকোনোমিক জোন প্রকল্প পরিদর্শনে যান।