ইতিবাঁচক পরিবর্তনের পথে নারায়ণগঞ্জ...

আন্তরিক ভাবে কাজ করছেন ডিসি ও এসপি

10

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দইজনেই ভালো মানুষ এবং পেশাদার অফিসার। তাই তারা যদি আন্তরিক ভাবে চেষ্টা করেন তাহলে একটি ভালো নারায়ণগঞ্জ উপহার দিতে পারবেন বলে মনে করেন নারায়ণগঞ্জের সর্ব স্থরের সাধারন মানুষ। নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ সহ সচেতন মহল এটা বেশ ভালো করেই জানেন বিগত সরকারের সময়ে বর্তমান জেলা প্রশাসক আন্তরিক ভাবে চেষ্ঠা করলেও সাবেক পুলিশ সুপার সেটা করেননি।

আগের পুলিশ সুপারকে যারা চিনেন তারা পরিস্কার করেই বলছেন যে তিনি নারায়ণগঞ্জে এসেছিলেন কেবল টাকা কামাতে। তাই তার কোনো সহযোগীতা না পেয়ে জেলা প্রশাসক একা খুব একটা এগুতে পারেননি। কিন্তু ৫ আগষ্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জে এসেছেন নয়া পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি এসেই পুলিশের সেবার মান উন্নয়নের জন্য মাঠে নেমেছেন। ঘুষ দূর্ণীদিও ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। তিনি জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সহায়তা পাচ্ছেন এবং তিনিও জেলা প্রশাসককে সহায়তা করছেন।

ফলে দুই জনের এই টিম আন্তরিক ভাবে নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ শুরু করায় এরই মাঝে পাল্টাতে শুরু করেছে গোটা জেলার আইনশৃংখলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি। এরই মাঝে পুলিশের কর্মকান্ডে গতিশীলতা এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো এই জেলার দুই শীর্ষ কর্মকর্তাই এখন বেশ আন্তরিকতার সহিত কাজ করছেন। জেলা থেকে যানজট নিরসন, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমন সহ জেলা ব্যাপী শৃংখলা ফিরাতে সর্বাত্বক চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন এই দুই কর্মকর্তা। তাই নারায়ণগঞ্জের সকল মহলে এই দুই কর্মকর্তাকে নিয়ে বেশ ইতিবাঁচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।