আজমেরী ওসমানের নেতৃত্বে নৌকা নৌকা স্লোগানে প্রকম্পিত রাজপথ

70

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ৪৮ ঘন্টার হরতাল ডাকে বিএনপিসহ বিরোধী দলগুলো। এ হরতালের প্রতিবাদে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান।

রবিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত তার নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলো প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

কলেজ রোডস্থ বাসভবনের সামনে থেকে প্রায় শতাধিক হোন্ডা ও ২০/২৫টি গাড়িতে করে নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিলে বের হন আজমেরী ওসমান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, সানারপাড়, শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর, ঢাকা-নারায়ণগঞ্জ (আদমজী) সড়ক হয়ে চাষাড়ায় এসে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা-পঞ্চবটি) পুরাতন সড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।

আজমেরী ওসমানের সমর্থকরা জানান, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান।

তারা আরও বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কার্যক্রম করেছে তা নস্যাতের লক্ষ্যে মাঠে নেমেছে বিএনপি ও ষড়যন্ত্রকারীরা। এসকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিয়ে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সর্বদা কাজ করে যাচ্ছেন আজমেরী ওসমান।

শান্তি মিছিলে কাজী আমীর, আবদুল হামিদ, নাসির, সুমন, হোসেন, ইব্রাহীম, ইফতি, শাকিল, মনিরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।