আজমেরী ওসমানের নেতৃত্বে অবরোধ বিরোধী শান্তি মিছিল

92

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও অগ্নিসন্ত্রাস, জ¦ালাও-পোড়াওয়ের প্রতিবাদে রাজপথে ছিলো নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। অন্যান্য দিনের ন্যায় এদিনও বিশাল হোন্ডা বাহিনী ও গাড়ি বহর নিয়ে শান্তি মিছিল করেন ওসমান পরিবারের ৪র্থ প্রজন্মের এই সন্তান।

সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কগুলোতে আজমেরী ওসমানের নেতৃত্বে শান্তি মিছিল করে বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রতিদিনের ন্যায় আজও কলেজ রোডস্থ বাসভবনের সামনে থেকে প্রায় অর্ধশত হোন্ডা ও গাড়ি বহরে নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিলে বের হন আজমেরী ওসমান। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, সানারপাড়, শিমরাইল, চিটাগাং রোড, কাঁচপুর, ঢাকা-নারায়ণগঞ্জ (আদমজী) সড়ক হয়ে চাষাড়ায় এসে ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা-পঞ্চবটি) পুরাতন সড়কসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা।

মিছিলে শেখ হাসিনার পক্ষে নানামুখী স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো নারায়ণগঞ্জের রাজপথ। এসময় নেতাকর্মীরা সাদা পতাকা উড়িয়ে শান্তির বার্তা পৌছে দেন নারায়ণগঞ্জবাসীর মাঝে।

শান্তি মিছিলে কাজী আমীর, আবদুল হামিদ, নাসির, সুমন, মনির হোসেন, মোহাম্মদ হোসেন, ইব্রাহীম, মিঠু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।