অবরোধের প্রতিবাদে আজমেরী ওসমান সমর্থকদের শোডাউন অব্যাহত

79

নারায়ণগঞ্জ ফার্স্ট নিউজ:

বিএনপির ডাকা ৪র্থ দফা অবরোধ ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে শতাধিক মটর সাইকেল নিয়ে শোডাউন ও শান্তি মিছিল করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানের সমর্থকরা। গতকাল রবিবার সকাল ৯ টায় শুরু হওয়া মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, পুরাতন রোড, সিদ্ধিরগঞ্জ রোডসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুরে কলেজ রোড এলাকায় তার বাসভবনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আজমেরী ওসমান সমর্থকরা বলেন, বিএনপির অবরোধকে মানুষ আর মানে না। মানুষ শান্তি চায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। দেশের উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকুক, এটা চায় দেশের মানুষ। কিন্তু বিএনপি-জামাত ও তাদের দোসররা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

তারা হুশিয়ারী দিয়ে বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেয়া যাবে না। এই অবরোধের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার শপথ নিয়ে রাজপথে থাকতে হবে।

তারা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নারায়ণগঞ্জে ওসমান পরিবার সর্বদা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। তারই ধারাবাহিকতায় অতীতের মতো এবারও জামাত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে ওসমান পরিবারের ৪র্থ প্রজন্মের কর্ণধার আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

এর আগে, সকাল থেকে কলেজ রোড এলাকায় খন্ড খন্ডভাবে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। অবরোধের প্রতিবাদ জানিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রশংসা করে নানা ধরনের স্লোগানে দিতে থাকেন তারা। এছাড়া, মিছিল চলাকালীণ সময়েও স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথকে মুখরিত করে রাখে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলো কাজী আমির, আবদুল হামিদ, মো. নাসির হোসেন, মো. মনির হোসেন, মোহাম্মদ হোসেন, সুমন, ইব্রাহিম, মিঠু, ইফতি, শাকিল প্রমুখ।